নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রচারনা ছাড়াই জাতীয় শিশুদের জন্য ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন কর হয়েছে । উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমটি বাস্তবায়নের জন্য গত ১১ মার্চ অবহিতকরণ ও কর্মপরিকল্পনাসভায় স্থানীয় পেশাদার সাংবাদিকদের ডাকা হয়নি। বাংলাদেশ থেকে শিশুদেরকে পলিওমুক্ত করতে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
জানাগেছে, উপজেলায় ৯৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯হাজার ৯৪৪জন শিশুকে টিকার ক্যাপশুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিন উপজেলার কোন জনপ্রতিনিধি বা কোন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে পরামর্শ না করেই জাতীয় গুরুত্বপূর্ণ এমন ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এ বিষয়ে ইউএইচও ডাঃ কামাল উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রচারনা খাতে বরাদ্দ না থাকায় সাংবাদিকদের ডাকা হয়নি।