খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুর শহর লাগেয়া মহিষপুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত (কং/৭৯৩, বিপি-৭১৯০০৮৪৮৯৬) মোঃ মোতালেব বেপারী (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
ক্যাম্প ইনচার্জ তমিজ উদ্দিন জানান, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা দিকে তিনি আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে পিরোজপুর জেলা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মোতালেব হোসেন বরিশাল বানারীপাড়া উপজেলার বড় ভেৎসর গ্রামের মৃত আব্দুর রব ব্যাপারীর পুত্র।