এবি পার্টি ফেনী জেলার সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক বলেন, এবি পার্টি রাষ্ট্র মেরামতের জন্য কাজ করছে৷
তিনি আরো বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে৷ সে লক্ষ্যে শর্শদি ইউনিয়নের নেতা কর্মীরা এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর হাতকে শক্তিশালী করবে৷ নবগঠিত ইউনিয়ন কমিটি খুব অল্প সময়ে যেন ওয়ার্ড পর্যায়ে দলের কমিটি গঠন করে দলকে শক্তিশালী করে তোলে সেই আহবান জানান৷
শনিবার (১৫ মার্চ) বিকেলে এবি পার্টি শর্শদি ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলার যুগ্ন সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল বলেন স্বাধীনতার পর থেকে মানুষ সাম্যতা দেখেনি, মানুষ অধিকার ফিরে পায়নি, সাম্যতা হলো সবাই সমান, চাকরির অধিকার সমান,কথা বলার অধিকার সমান, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সমান। কিন্তু মানুষ সেই সাম্যতা পায়নি। এবিপার্টি এসব নিয়েই কাজ করছে।
এবি পার্টি ফেনী জেলার সদস্য মাওলানা আব্দুল হাফিজ খন্দকারের সভাপতিত্বে, প্রচার সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজীর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, সদর উপজেলার সদস্য সচিব আবু সাইদ, যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, উপস্থিত ছিলেন, যুবদল নেতা কাজী ফারুক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।