শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষায় জোর দিতে হবে – প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পড়াশোনার মানের উন্নয়ন ঘটাতে প্রাথমিক শিক্ষায় জোর দিতে হবে। আমাদের লক্ষ্য প্রাথমিক স্তরের শিক্ষার মান উন্নয়ন করা। অবকাঠামো ও অন্যান্য কাজগুলো চলমান থাকবে। আমাদের টার্গেট এক শিফটে স্কুল চলবে। কন্ট্রাক্ট আওয়ার বাড়বে। অবকাঠামো বাড়ানো, শিক্ষকদের সমন্বয় করা, কারিকুলামের বিষয়, চরাঞ্চলের শিক্ষকদের জন্য লাগসই ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রজেক্ট এর নামে যেন টাকা পয়সার অপচয় না হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়ে গেছে। ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাবে। নতুন করে ভর্তি করাবেন না।

উপদেষ্টা রবিবার (১৬ মার্চ) বরিশালের সাগরদীস্থ পিটিআইতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশাল জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আল ইমরান খন্দকার।

উপদেষ্টা বলেন, কর্মঘন্টা ঠিক রেখে প্রধান শিক্ষকরা রুটিন মডিফাই করতে পারবেন। লোকাল বিষয়গুলো লোকালই সমাধান করবেন। প্রি-সার্ভিস ট্রেনিং এর বিষয়ে কাজ চলছে। শীঘ্রই প্রি-সার্ভিস ট্রেনিং কোর্স চালু করব। শিক্ষক নিয়োগের পর ট্রেনিংয়ে পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পিটিআই এর সক্ষমতা আছে। সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করতে পারব । শিক্ষার্থী ও শিক্ষক একটি মূল ইউনিট। আমরা সহায়তা করি। স্কুল খোলা থাকা অবস্থায় শিক্ষকদের অন্য কাজে কম নিয়োগ করা যায় সে বিষয়টি খেয়াল রাখতে প্রশাসনকে অনুরোধ জানান। স্কুলগুলো ইফেক্টিভলি চালাতে পারলে ছাত্রের অভাব থাকবে না। শিক্ষা সামান্য-কিন্তু এর গুরুত্ব অনেক ।শিক্ষকদের কাজ পড়াশোনা শেখানো। প্রাথমিকে দুর্বল হয়ে পড়লে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় পিছিয়ে যাবে। শিশুদের ভাষা সাক্ষরতা, প্রাথমিক জ্ঞান, পড়তে, লিখতে, বলতে পারা, গণিত ইত্যাদি শেখাতে হবে। এসব ক্ষেত্রে যে সমস্ত স্কুল ভালো করবে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। যারা খারাপ করবে তাদেরকে তিরস্কার ও জবাবদিহিতার আওতায় আনবো। শিশুদের সাক্ষর করে তোলার জন্য সকলে অগ্রণী ভূমিকা পালন করবেন।

মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীরা অংশ নেয়।

উপদেষ্টা পরে একই স্থানে বরিশাল মহানগরীর প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement