এমএকে. জিলানী, নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমির কটবর্গাদারের আবাদ করা সরিসা, ভেষজ কফি গাছ ও সেচকাজে ব্যবহৃত পাইপ লুট করার অভিযোগ করেছেন উপজেলার গনইর গ্রামের কাইউম আলীর ছেলে জুলফিকার আলী।
জুলফিকার আলীর অভিযোগ থেকে জানাগেছে, গনইর মৌজার ৪১ খতিয়ানের ২৭২দাগের ০.১৯ একর ও ২৭৮ দাগের ২.৫১ একর মোট ২.৭০ একর জমি গত ০১/০১/২০২১ তারিখ বাৎসরিক ১২০০০টাকা বিঘা হিসেবে নাচোল থানাপাড়ার মৃত সৈয়ব আলীর ছেলে মতিউর রহমানের সাথে শিবগঞ্জ উপজেলার ইমতিয়ার মাসরুর ও নওগাঁ জেলার সাপাহার উপজেলার জয়পুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী মোসাঃ ইসমোতারা বেগম অর্ধেক অর্ধেক হিসেবে লীজ গ্রহণের চুক্তিনামা করেন। লীজ গ্রহনের ১০ মাস পর ইমতিয়াজ মাসরুর টাকার বিশেষ প্রয়োজনে তার অর্ধেক অংশ নাচোল উপজেলার গ্রামের কাইউম আলীর ছেলে জুলফিকার আলীর নিকট তার অংশ হস্তান্তর করেন। জুলফিকার আলী গত ১০/০১/২০২১ তারিখ থেকে কট চুক্তিনামার অর্ধেক অংশের অর্থাৎ ৪ বিঘা ১ কাঠা জমির লীজ মালকানার স্বত্ত্ববান হন। জমির মালিক জুলফিকার আলীর অর্ধেক মালিকানার পর থেকেই বিভিন্নভাবে জুলফিকারকে হয়রানি করে আসছেন। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত লীজের বাৎসরিক কিস্তির টাকা গ্রহণ করলেও ২০২৫ সালের বাৎসরিক কিস্তির টাকা গ্রহণ না করে ওই জমি জুলফিকারকে ছেড়ে দিতে হুমকি দেন। এরই প্রেক্ষিতে জুলফিকার নাচোল থানায় গত ৩১/১২/২০২৪ তারিখ মতিউরের বিরুদ্ধে অভিযোগ করেন। মতিউর রহমানের লোকজন গত ২০/২/২০২৫ তারিখ জুলফিকার ও ইসমোতারার রোপণ করার জন্য রাৃবুটান, কফি, লংগান, তেজপাতা ও দারুচিনির প্রায় ৭০০টি চারাগাছ ও ২ টি ফিতা পাইপ জোরপূর্বক লুট করে নিয়ে যায়। জুলফিকার গত ২১/২/২০২৫ তারিখ নাচোল থানায় অভিযোগ দায়ের করেন। অন্য তদন্তকারী অফিসার এসআই জেনারুল ইসলাম জানান, জমির মালিক মতিউর রহমান ২০২৪ সাল পর্যন্ত লীজের টাকা পাওয়ার কথ স্বীকার করেছেন।
সাবলীজ গ্রহিতা লফিকারের অভিযোগ ২ বার করে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। এমনকি আদালতের স্টাটাস্কো বজায় থাকা সত্ত্বেও থানাপুলিশ জুলফিকারকে আইনি সহযোগিতা করছেনা। এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক মাসুদ জানান, দাতা-গ্রহিতার মধ্যে জমির লীজ সংক্রান্ত বাৎসরিক কিস্তির টাকা নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য রয়েছে। জমি দাতা মতিউর রহমান জানান, লীজ দেওয়ার ৬মাস পরেই শিবগঞ্জের ইমতিয়ার মাসরুর তার অংশ তাকে বুঝিয়ে দিয়েছে। এর পর থেকেই ইসমোতারা ও ইমতিয়ার মাসরুর দু’জনই লীজের কিস্তির টাকা দেয়নি। আমি আমার জমি আবাদ করে আসছি।