গোবিন্দগঞ্জে ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মিরা। সংবাদ সম্মেলনে নতুন কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগের ঘোষনা দিয়েছেন।

গত রবিবার দিবাগত রাত ১০টার দিকে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১০ মার্চ মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে সাবেক ফ্যাসিস্ট সরকারের দালালদের অন্তর্ভূক্ত করে যে কমিটি ঘোষিত হয়েছে তা বিএনপির সকল স্তরের নেতা-কর্মিরা প্রত্যাখ্যান করেছে।

বিগত ১৫ বছর ধরে জেলা, জুলুম, নির্যাতন ভোগ করা বিএনপির প্রকৃত কর্মিদের মূল্যায়ন না করে দেয়া এই কমিটিকে অবৈধ ঘোষনা করে গত ১০ তারিখ থেকে মিছিল-মিটিং করে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছেন তারা। ফ্যাসিস্টদের দালাল হিসেবে চিহ্নিত বর্তমান অবৈধ এই কমিটির কোন নেতা এখন পর্যন্ত দলীয় কার্যালয় দূরে থাক, মহিমাগঞ্জে প্রকাশ্যে বের হতে পারেনি। তিনি দাবি করেন, অবিলম্বে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে প্রকৃত অবস্থা বিবেচনায় নিয়ে নবঘোষিত এই আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও প্রকৃত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষনা করা হোক। সম্মেলনে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিয়ে বলা হয়, তা না হলে এ কারণে উদ্ভূত যে কোন অনাকাঙ্খিত ঘটনার দায় উপজেলা বিএনপিকেই বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে নবঘোষিত এই আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতা পদত্যাগের ঘোষনাও দেন।

এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, গোলাম রহমান, হেলাল উদ্দিন, ফরিদুল ইসলাম, আল মামুন মো. মাহবুবুর রশীদ রবি, আব্দুস সোবহান, মনোয়ারুল ইসলাম ও যুবদল নেতা আরিফ হোসেন ইদুল প্রমূখ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement