গাইবান্ধা প্রতিনিধিঃ
২৫ মার্চ মঙ্গলবার সকালে জেলা শহরের কাচারী বাজারে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা পুলিশ এর পক্ষে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষে নির্বাহী প্রধান এম.আবদুস্্ সালামসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে গণহত্যা দিবসে আত্মত্যাগকারীদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মেদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও নিহতদের স্মরনে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ দোয়া কামনা করা হয়।