মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আশ্রাফ আলী হাওলাদার, মির্জাগঞ্জ:

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার ( ২৬ মার্চ ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন ও পরিষদ। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, থানা পুলিশ, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।

পরে উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ ( ওসি) শামীম হাওলাদার, উপজেলা বিএনপি,  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  , উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বীর  মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুচকাওয়াজে অংশগ্রহণ করেন, থানা পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যরা-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement