বগুড়া প্রতিনিধি:
হঠাৎ করেই উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েসন। বুধবার সকাল ৮টা থেকে তেল উত্তোলন, বিপনন ও পরিবহনে ধর্মঘট ডাকেন তাঁরা। মূলত নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের অসন্তোষ থেকেই এই ধর্মঘটের ডাক দেন পেট্রোল পাম্প মালিকরা।
জানা গেছে, নওগাঁর একটি প্রেট্রোল পাম্পে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের কারনেই এই ঘটনার সূত্রপাত হয়। কারন সরক ও জনপদের দাবি জায়গাটি তাদের অপর দিকে পাম্প মালিকের দাবি জায়গাটা তাদের। কিন্ত হঠাৎ করে পাম্প মালিককে তাৎক্ষনিকভাবে জানিয়েই উচ্ছেদ অভিযানে তাদের ব্যপক ক্ষতি হয়েছে। এছাড়াও তাদের অন্যান্য দাবির মধ্যে ফায়ার, পরিবেশসহ বিভিন্ন সরকারি দপ্তর তাদেরকে অহেতুক হয়রানী করে। এছাড়াও গাড়ি কাগজপত্র ঠিকঠাক থাকলেও তাদেরকে নানাভাবে হেনস্তা করা হয়। বিভিন্ন সময় সড়ক ও জনপদ বিভাগের অভিযান করা হয় পূর্বঘোষিত ছাড়াই। এসব নানা অভিযোগ এনে তারা এই কর্মসূচি হাতে নেয়। তবে ৫ ফেব্রুয়ারি বুধবার ধর্মঘটের ওইদিন বিকেলে বগুড়া জেলা প্রশাসকের করতোয়া কনফারেন্স হলে এক আলোচনা সভায় অংশ নেন পাম্পমালিক পক্ষ। এসময় জেলা প্রশাসককে অভিযানের বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করলে তা গ্রহণ করা হয়। এবং পাম্প মালিক পক্ষকে অশ্বস্ত করলে ধর্মঘট প্রত্যহার ঘোষনা মালিক পক্ষ।
এসময় বিভিন্ন দাবির মধ্যে নওগাঁর ওই পাম্পের অভিযানের বিষয়টি খতিয়ে দেখে সড়ক ও জনপদ বিভাগের অভিযানে উচ্ছেদ ঘটনা যদি অন্যায়ভাবে হয়ে থাকে তাহলে পাম্প মালিককে ক্ষতিপুরণ দিতে হবে। এবং তাদের উপর নানা ধরনের হয়রানি বন্ধ করতে হবে। এসব দাবির সাথে একমত প্রকাশ করে জেলা প্রশাসক আশ্বস্হ করার পরেই পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক এমএ জলিল মৌখিকভাবে কর্মসূচি প্রত্যহারের ঘোষনা দেন। এসময় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজাসহ বিভিন্ন কর্মকর্তাগণ ও পাম্পের মালিকরা উপস্থিত ছিলেন।