কক্সবাজারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আনসার ভিডিপির সমাবেশ 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি :

দেশব্যাপি আনসার ভিডিপির চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি কক্সবাজার পাবলিক হল শহীদ সুভাষ মিলনায়তনে কক্সবাজার জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

জেলা কমান্ড্যান্ট, আমিনুল ইসলাম, পিপিএম, পিডিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বিএএম, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন ড. মোঃ সাইফুর রহমান (উপমহাপরিচালক, চট্টগ্রাম রেঞ্জ), অতিরিক্ত জেলা প্রশাসক (কক্সবাজার), অধিনায়ক (র‍্যাব-১৫), সহকারী পুলিশ সুপার (কক্সবাজার), কর্নেল জিএস (ডিজিএফআই), রিজিয়ন কমান্ডার (বিজিবি) সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভিডিপির সদস্যগণ।

সকালে আনসার ভিডিপি জেলা কার্যালয়ে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। প্রধান অতিথির বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়। এরপর বৃক্ষরোপণ, মত বিনিময় সভা, ভিডিপি সদস্য পুরুষদের মাঝে সাইকেল বিতরণ ও নারী সদস্যদের রাইস কুকার বিতরণ। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদকের অপব্যবহার রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণী, ভাতা বিতরণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন,ছাত্র- জনতার অবিস্মরণীয় এবং অভূতপূর্ব অভ্যুত্থানের পর দেশে একটি নতুন পুনর্জাগরণের প্রেক্ষাপট তৈরি হয়েছে। দেশের উন্নয়নে সক্ষম তরুণ সমাজের ভূমিকা অনস্বীকার্য। এ লক্ষ্যকে সামনে রেখে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ মডিউল যুগোপযোগী করা হচ্ছে।

তরুণ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তৃণমূল নেতৃত্বকে আরও কার্যকর, গতিশীল ও আস্থাশীল হিসেবে গড়ে তোলা হবে।একটি শক্তিশালী ও টেকসই আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে আনসার-ভিডিপির সম্ভাবনা অপরিসীম। দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার গার্ড ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার ও ভিডিপি-টিডিপি সদস্যরা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া, ‘কমিউনিটি এলার্ট মেকানিজম’ যথাযথ বাস্তবায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, মানব নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে আনসার-ভিডিপি বাহিনী দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত বাহিনী, যা মূলত যুব সমাজকে কেন্দ্র করে পরিচালিত হয়। যুবসমাজ আমাদের দেশের সবচেয়ে বড় নিয়ামক শক্তি। তারুণ্যের এই শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি আমাদের একান্ত কাম্য।

তিনি আরোও বলেন, দেশব্যাপি তৃণমূল পর্যায়ের বেকার তরুণ-তরুণীদের যুগোপযোগী ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আনসার ভিডিপির সমৃদ্ধির ছায়াতলে নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে। সেই সাথে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দেশে ও বিদেশে দক্ষ মানব সম্পদ হিসেবে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাহিনীর সকল সদস্যেকে একই ডাটাবেজের আওতায় নিয়ে আসা হয়েছে। বাহিনীর পক্ষ হতে স্বাস্থ্যখাতে প্রত্যন্ত অঞ্চলের সদস্যদের যুক্ত করার জন্য অনলাইন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হচ্ছে।

মহাপরিচালক বান্দরবন জেলার আলীকদম উপজেলার হিল আনসার ভিডিপি সদস্যদের কার্যক্রমের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে সীমান্ত রক্ষায় আনসার ভিডিপি সদস্যরা একসাথে কাজ করছে। অবৈধ অনুপ্রবেশ ও যেকোন প্রয়োজনে বিজিবিকে সর্বাত্মক সহায়তা করে আসছে আনসার ভিডিপির সদস্যরা। দেশের সীমান্তবর্তী এলাকার আনসার ভিডিপি সদস্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন তিনি।

এছাড়াও আনসার ভিডিপির সকল সদস্যকে রাজনীতির সাথে যুক্ত না থেকে নিরপেক্ষভাবে দায়িত্বপালনের আহ্বান জানান। তিনি জেলা সমাবেশ এর পাশাপাশি সকল সদস্যকে সাপ্তাহিক ও মাসিক উঠান বৈঠক ও অন্যান্য সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সকলকে এক হয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। গতানুগতিক চাকরির পেছনে না ছুটে আনসার ভিডিপির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement