মৌলভীবাজার প্রতিনিধি :
কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ঘোষপুর এলাকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে একটি পরিবার-কে দীর্ঘদিন যাবৎ একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে প্রতিবেশী শামিম মিয়াগংদের বিরুদ্ধে।
ভুক্তভোগী ফারুক মিয়া,নুরুন্নেছা,মিরাজ আলী,মাশুক মিয়া,আশুক মিয়া, মো: রুমেল আহমেদ, পারভীন বেগম, জেসমিন বেগমসহ একাধিক লোকজন জানান- শামিম মিয়াগংরা অন্যায় লাভের আশায় জোরপূবৃক তাদের নামীয় চুড়ান্ত রেকর্ডভুক্ত ভূমি জোরপূবৃক জবর দখলের পায়তারা করে পাঁচ পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এ কারণে ছেলে-মেয়েদের স্কুল-কলেজে বন্ধ, হাট-বাজার, স্বাভাবিক চলাচলসহ বসবাস করতে চরম অসুবিধা হচ্ছে। এ বিষয়ে এলাকার চেয়ারম্যান, মেম্বারসহ গন্যমান্য লোকজনদের ডাকে সাড়া না দিয়ে উল্টো, একের পর এক মিথ্যা মামলা দায়ের করে আসছেন। সর্বশেষ শামিম মিয়া বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিন্ট্রেট আদালতে পূর্বের ন্যায় আমাদের-কে আসামী করে মামলা নং- ৩৩৬/২৪ইং (কমল) দায়ের করলে বিজ্ঞ আদালত ডিবি-কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
ভুক্তভোগীরা আরো জানান- মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা নং- ৭০/ (কমল) ২০২১ইং দায়ের করলে বিজ্ঞ আদালত আমাদেরকে বেকসুর খালাস প্রদান করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, মৌলভীবাজার-এ দায়েরকৃত পিটিশন মামলা নং- ১৬৮/২০২১ইং ( কমল) নতিভুক্ত করার আদেশ হয়। বর্তমানে একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান। এ বিষয়ে জানতে চাইলে শামিম মিয়া তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন- প্রতিপক্ষ জোরপূর্বক জায়গা দখলে নিয়ে রাস্তা নির্মান করছেন।