এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় অনৈতিক কাজে বাঁধা দেয়ায় গ্রামবাসীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার শতশত নারী পুরুষ। সোমবার বেলা ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা বাস স্টান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সামসুল হক, সিনিয়র যুগ্ন আহবায়ক জসিম আকন, উপজেলা স্রেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাকসুদ মজুমদার, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোয়ানুর রহমান সুমন, ২ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইউনুস গাজীসহ স্থানীয় শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নীলগঞ্জের গামইরতলা গ্রামের ভ‚মিদস্যু গফফার মোল্লা, তার পুত্রবধু হাফিজা বেগম ও তাদের সহযোগী জালাল মীর এলাকার নিরীহ মানুষের জমি দখল করে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সবশেষে সবার অজান্তে একটি ধর্ষণ মামলা দিয়ে দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সান্টু, তার ছেলে রাসেল ও ভাগনে রফিকুল ইসলাম, আঃ হক ও রুবেলকে আসামী করে। অথচ এ বিষয়টি এলাকার কেউ জানে না।
গ্রামবাসীদের অভিযোগ একজন মহিলাকে কিভাবে একই পরিবারের বাবা, ছেলে ও তিন ভাগনে নির্যাতন করতে যায়। মূলত হয়রানী করতে এ মামলা দায়ের হয়েছে দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও গফফার বাহিনীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানান।
এ বিষয়ে গফফার মোল্লা বলেন, আমার রেকর্ডিয় সম্পত্তি তারা দখল করে নিয়েছে। আমার বাড়ি প্রবেশ করে পুত্রবধূকে মারধর করেছে। এজন্য মামলা করেছি। এখন তারা আবার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে।