কলাপাড়ায় বিএনপির বিরুদ্ধে দখল, চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়ায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে দখল ও ১৪ কোটি টাকা চাঁদাবাজি করে ফান্ড গঠনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান হাওলাদার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে করেন।

 

সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে বলেন, ৫ আগষ্টের পর কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের রুম দখল থেকে কলাপাড়া চৌরাস্তা মাছ বাজার, স্লুইস গেট, স্কুল, কলেজ, মাদরাসা, ইউনিয়ন পরিষদ পর্যন্ত দখল হয়ে গেছে। এছাড়া চাঁদাবাজি হচ্ছে প্রতিটি এলাকায়। মিথ্যা মামলায় আমাদের দলের নেতাকর্মীদের জড়ানো হচ্ছে। এভাবে গত তিন মাসে ১৪ কোটি টাকার বেশি চাঁদা আদায় করে ফান্ড গঠন করা হয়েছে। নীলগঞ্জের ১৩ স্লুইসসহ উপজেলার চাকামইয়া কাঠালপাড়া স্লুইস, টিয়াখালী’র ৬টি স্লুইস, বালিয়াতলী ১২টি স্লুইস, ধানখালীর ১টি স্লুইস চম্পাপুর ১টি স্লুইস, ও মহিপুর ৬ টি স্লুইস থেকে ১১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার টাকা চাঁদাবাজি করেছে বলে জানান। তিনি আরো বলেন, কলাপাড়ায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। তিনি এ চাঁদাবাজদের বিরুদ্ধে দলীয় ও আইনী পদক্ষেপ নেয়ার দাবি করেন। একই সাথে তার ও তাদের দলের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানান।

 

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

 

তিনি বলেন, ৫ আগষ্টের পর কলাপাড়ার মানুষ শান্তিতে আছে। কোন ধরনের চাঁদাবাজি, দখল বানিজ্যের ঘটনা ঘটেনি। তারা পারলে এসব ঘটনার প্রমান দাখিল করুক। যদি প্রমান দাখিল করতে পারে তাহলে দলগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্টো তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *