কলাপাড়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে বেধড়ক কুপিয়ে হাতের রগ কর্তনসহ হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কলাপাড়ায় সাংবাদিক, রাজনীতিক ও সাধারণ মানুষ মানববন্ধন করেছে। কলাপাড়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের অর্ধশত গণমাধ্যম কর্মীসহ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো হুমায়ুন কবির। বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর-রশীদ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মহসিন পারভেজ, সাংবাদিক অমল মুখার্জি, জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদ মোশাররফ কল্লোল, গণমাধ্যম কর্মী রাসেল মোল্লা, নীল রতন কুন্ডু প্রমুখ।

বক্তারা বলেন, হত্যার উদ্দেশে নৃশংসভাবে কুপিয়ে মিরনকে জখম করা হয়েছে। ঘটনার ৩৬ ঘন্টা পরও কোনো আাসামি গ্রেপ্তার দূরের কথা, শনাক্ত পর্যন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এঘটনায় জড়িত সন্ত্রাসীদের আগামি দুই দিনের মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়। নইলে মহিপুর থানা পুলিশের ইতিবাচক সকল সংবাদ পরিবেশন বন্ধসহ পরবর্তী আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে একদল সশস্ত্র দূর্বৃত্ত কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে মিরনের ওপর সশস্ত্র হামলা চালায়। তাকে বেধড়ক কুপিয়ে এক হাতের রগ কেটে দেওয়া হয়। অপর হাতের কব্জি বরাবর কুপিয়ে মারাত্মক জখম করা হয়। মাথা,চোখ, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। পরিবারের দাবি হত্যার টার্গেট নিয়ে মিরনকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। মিরণ বর্তমানে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । পরিবারের সদস্যরা আরো জানান, মিরন ঢাকা থেকে মঙ্গলবার মধ্য রাতেই ফিরেছেন। গাড়ি থেকে নেমে বাসায় ফিরছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে সশস্ত্র দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মিরন ডাক-চিৎকার করে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে। অন্য হাতের কব্জি বরাবর ঝুলিয়ে দেয়। এছাড়া কপালে, মাথায়, পেটে হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষতচিহ্ন রয়েছে।

মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। বিভিন্ন সিসি টিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement