এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদে বাংলাদেশ বিদ্যমান জলবায়ু নীতিমালা নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ওয়েব ফাউন্ডেশনের এসসিজিজিপি প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসসিজিজিপি প্রকল্প কলাপাড়া উপজেলার প্রজেক্ট অফিসার মোঃ আশিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা. সোনিয়া আক্তার, সিভিক ফোরামের সহ-সভাপতি দুলালী বেগম এবং মহিলা ইউপি সদস্য নাহিদা পারভীন মুক্তা।
কর্মশালায় উপস্থিত ছিলেন মোঃ কবির তালুকদার, ইউপি সদস্য আব্দুল রব মিয়া, খলিল মল্লিক, সালমা বেগম, সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কালাম শিকদার ও খাদিজা বেগম। এছাড়া টিয়াখালী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ এবং ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব কাওছারসহ অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত ওরিয়েন্টেশনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিদ্যমান নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু নীতিমালা বাস্তবায়নের বিভিন্ন কৌশল নিয়ে মতামত প্রদান করেন।