খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরের কাউখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির ১০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় ১ ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার দিনগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পল্লী বিদ্যুৎ এর ইনর্চাজ মোঃ শহিদুল ইসলাম জানান, বিদ্যুৎ কেন্দ্রের আন্ডার গ্রাউন্ড ক্যাবলের মাথায় শর্টসার্কিটে ২টি লাইন পুড়ে গেছে।
এ অবস্থায় পুরো কাউখালীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করবো। তবে অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা যাচ্ছে না। আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কাউখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ খলিলুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছেনা। তদন্ত করে আপনাদের জানানো হবে।