কাউখালীতে পুলিশের অভিযানে ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাসহ আটক ৮

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

 

পিরোজপুরের কাউখালীতে ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাসহ ৮ জনকে বিভিন্ন অপরাধে আটক করেছে পুলিশ। শনিবার সকালে এদের মধ্যে ৫ জনকে গ্রেফতার দেখিয়ে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন ছাত্রলীগ নেতা জালাল উদ্দিনের ছেলে মারুফ হোসেন (২১), চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের শ্রমিকলীগ নেতা মৃত মাহাতাব হোসেনের ছেলে মোঃ জুয়েল (৪৩)। এছাড়া উপজেলার বাশুরী গ্রামের বেল্লাল হোসেনের ছেলে জিসান (১৯), একই গ্রামের মোঃ লাভলু হোসেনের ছেলে মোঃ রাব্বী (২০), বাশুরী গ্রামের মোঃ আলম এর ছেলে হৃদয় (১৯)। পুলিশ জানায়, শুক্রবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে ৮জনকে প্রথমে আটক করা হলেও ৫জনকে বিভিন্ন অপরাধে জেল হাজতে প্রেরণ করা হয়। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement