কালীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিলেন প্রাথমিকের শিক্ষকরা  

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ প্রতিনধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গ্রেড বৈষম্য দূর করতে  মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করেছে সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার বিকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আযোজন করে কালীগঞ্জে কর্মরত শিক্ষকরা।

এতে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী মুসতবা রেজা ফিটু, আশফাকুল কবির অনু,আয়ুব হোসেন,ইমদাদুল হক, কামাল হোসেন আশা মোসাম্মদ নার্গিস সুলতানা রুবিনা আক্তার পপি, মেরিনা খাতুন, আরিফা নূর,  মতিউর রহমান মানিক, আবু তাহের টিটো  প্রমুখ। মানববন্ধন টি সাড়ে চারটা  থেকে এক ঘন্টা ঢাকা খুলনা মহাসড়কে কালীগঞ্জ উপজেলা গেটে অবস্থান করেন। তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি একটাই ১০ম গ্রেডে বাস্তবায়ন চাই।

সে সময় বক্তারা, সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান। সেই সাথে শিক্ষকদের ১২ তম গ্রেডে উন্নীতকরণ প্রস্তাব বাতিল করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি দেওয়া হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *