আমাদের কণ্ঠ প্রতিবেদক
কেরানীগঞ্জের রামেরকান্দা প্রহরীভিটা হাবিব ক্যান ইন্ডাস্ট্রিজ নামের একটি দিয়াশলাই প্রস্তুতকারি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গতকাল সোমবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ও সদরঘাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট রাত সাড়ে ৭টার দিকে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে প্রাথমিক ভাবে ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান জানান, আগুন লাগার আগেই বিকাল পাঁচটায় কারখানাটির ছুটি হয়ে গেলে শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে যায়। তাই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।