কেরানীগঞ্জে বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা, আহত ৬

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিবেদক:

দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায়  বসত বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১৮ সেপ্টেম্বর বুধবার মধ্যপাড়া এলাকার দুলাল মিয়ার বাড়ীতে এ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে সন্ত্রাসীদের দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে দুলাল মিয়াসহ আর পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, দুলাল মিয়া ও তার স্ত্রী হাসিনা বেগম, মেজ ছেলে রাকিব ইসলাম, ভাগিনা মাহাদি হাসান ইমরান, ও ছোট বোন ইয়াসমিন বেগম। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে, স্থাণীয়রা আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সস্ত্রাসীদের হামলায় মাহাদি হাসান ইমরান ও রাকিব ইসলাম এর শরীরে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে আজ বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী দুলাল মিয়া জানান, দীর্ঘ দিন ধরে প্রতিবেশি সন্ত্রাসী রবিউল ঢালী, জান শরিফ ঢালী ও তার পরিবারের লোকেরা তাদের বাড়ী দখলের জন্য বিভিন্ন উপায়ে পাশবিক নির্যাতন চালিয়ে আসছিল । স্থাণীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে একাধিক বার নালিশ করেও কোন সমাধান হয়নি। হঠাৎ গত ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার সময় তারা ১৫ থেকে ২০জন লোক আমার বাড়ীতে প্রবেশ করে দেশিয় অস্ত্র ও লাঠিশোটা দিয়ে এলাপাতারি হামলা চালায়। হামলায় অনেকে রক্তাত্ত করে গুরুতর জখম হয়।

ঘটনার তদন্তকারি কর্মকতা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই ফরহাদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলার ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগী পরিবার মামলা করতে চাইলে মামলা নেয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *