কেরাণীগঞ্জ(ঢাকা)প্রতিবেদক:
কেরাণীগঞ্জে কৃতি মার্শল আর্ট শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের উদ্যোগে শুক্রবার বিকেলে জিনজিরা কমিউনিটি সেন্টার মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের প্রধান প্রশিক্ষক ইকবাল হায়াত খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ.কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মো.ওমর শাহনেওয়াজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,থানা বিএনপির সহ-সভাপতি মো.আজাদ হোসেন,জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক মো.আশ্রাফ হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাজী বাসার আহম্মেদ,আনন্দ টিভির কেরাণীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এম আশিক নূর, ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের জিনজিরা শাখার প্রধান প্রশিক্ষক মো.আক্তার হোসেন,বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিচারক মো.মেহেদী হাসান মুকুল প্রমূখ।
অনুষ্ঠানে কেরাণীগঞ্জের বিভিন্ন মার্শাল আর্ট কেন্দের কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।