গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাহিরবন গ্রামের সংগীত শিল্পী আব্দুল জলিলের বসতবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে আব্দুল জলিলের বাড়িতে আগুন লাগলে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে আব্দুল জলিলের বসতবাড়ীর তিনটি ঘরটি, ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সংগীতে ব্যবহৃত হারমোনিয়াম, গিটার, তবলা, ইউকেলেনো, দোতারা, একতারা, কি-বোর্ড, স্বর্ণ অলংকারসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিসংযোগে প্রায় ১০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে শিল্পী আব্দুল জলিল জানান। এঘটনায় বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় ৬ জনকে আসামি করে এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, আব্দুল জলিলের সাথে কাইয়ুমগংদের দীর্ঘদিন ধরে মেয়ে সংক্রান্তি বিষয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে গত ২৬ ডিসেম্বর রাতের আধারে বসতবাড়ীতে অগ্নিসংযোগ করে পুড়ে দেয় দুবৃর্ত্তরা।