গাইবান্ধায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:

গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ গতকাল শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হেদায়তুল ইসলামের সভাপতিত্বে  শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু ইচাহাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমির মোঃ আব্দুল করিম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় শফিকুল ইসলাম রুবেল ও শহিদূল ইসলাম রনি সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক।

পরে এক বর্ণাঢ্য র‌্যালী শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম মাঠে সমাপ্ত হয়।

জেলার আটটি দল এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। দলগুলো হচ্ছে-গাইবান্ধা সদর উপজেলা, সুন্দরগঞ্জ উপজেলা, সাদুল্লাপুর উপজেলা, পলাশবাড়ী উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, সাঘাটা উপজেলা, ফুলছড়ি উপজেলা ও গাইবান্ধা পৌরসভা।

প্রথম খেলা আগামী বৃহস্পতিবার সকাল ৯.০০টায় গাইবান্ধা সদর বনাম ফুলছড়ি উপজেলা এবং দ্বিতীয় খেলা দুপুর ২.০০ টায় পলাশবাড়ী উপজেলা বনাম সুন্দরগঞ্জ উপজেলা দল।

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement