শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
গাইবান্ধায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনে নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে গাইবান্ধার নেসকোর গ্রাহকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের জোর দাবি জানান। সেই সঙ্গে দাবি মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার ঘোষণাও দেন তাঁরা। প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প থেকে গাইবান্ধা জেলাকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা। পরে একটি বিক্ষোভ বের হয়ে শহর প্রদক্ষিন করে।
সমাবেশে প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি গাইবান্ধার আহবায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠুর পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মোশাররফ হোসেন বাবু, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু, সংস্কৃতি সংগঠক দেবাশীষ দাশ দেবু, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, বাসদ মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির আসাদুজ্জামান শাহীন, মাসুদার রহমানসহ অনেকেই।