ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুমাইয়া আক্তার (৪০)। তিনি ওই গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঘিওর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত আটটা থেকে নয়টার মধ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের বাসিন্দা আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (১৮) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, সুমাইয়া আক্তার একজন শান্ত স্বভাবের নারী ছিলেন। তার পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।