চলচ্চিত্র সেন্সর বোর্ড সংস্কারের দাবীতে এফডিসিতে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পরে, এবার সংস্কারের দাবী উঠেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন ও সেন্সর বোর্ডের পুনর্গঠন নিয়ে । দাবীর মুখে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নতুন করে গঠন করা হয় । কিন্তু সেন্সর বোর্ড পুনর্গঠন হবার পরে বেশ কয়েকজন সদস্য নিয়ে প্রশ্ন ওঠে চলচ্চিত্র মহলে । চলচ্চিত্রের গ্রহনযোগ্য ব্যাক্তিদের পাশ কাটিয়ে বিতর্কিত ও চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট নয় ব্যাক্তিদের বোর্ড সংযুক্ত করায় প্রতিবাদের ঝড় ওঠে চলচ্চিত্র মহলে ।

চলচ্চিত্র প্রযোজক সামসুল আলম, শাহীন সুমন এ জে রানা সায়মন তারিক হুসাইন আনোয়ার দেলোয়ার হোসেন দিলু  কে এ নিলয়  রাসেল আহমেদ , ওমর সানির নেতৃত্বে এফডিসিতে সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে দাবী ওঠে সেন্সর বোর্ড বাতিল করে অতি দ্রুত সেন্সর সার্টিফিকেশন বোর্ড চালু করতে হবে ।

চলচ্চিত্রের নেতৃবৃন্দের প্রতিবাদ এবং চলচ্চিত্রের সকলের দীর্ঘদিনের দাবীর মুখে গত ২২ সেপ্টম্বর সরকারি প্রজ্ঞাপনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড  নাম পরিবর্তন করে ” বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড ” করা হয় ।

সার্টিফিকেশন বোর্ড নতুন গঠন হলেও বিলুপ্ত সেন্সর বোর্ডের সদস্যদের অধিকাংশই ঠিক থাকে। শুধুমাত্র দৃইজন সদস্যকে পরিবর্তন করে নতুন করে সংযুক্ত করা হয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক – জাহিদ হোসেন ও চলচ্চিত্র সম্পাদক – ইকবাল এহসানুল করিম । এতে অসন্তোষ দেখা যায় আন্দোলনকারী চলচ্চিত্র নেতৃত্বের মধ্যে ।  আবারও দাবী উঠেছে পুরো কমিটি বাতিল করে নতুন করে গ্রহনযোগ্য ব্যাক্তিদের নিয়ে ঢেলে সাজাতে ।  এ বিষয়ে চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক বলেন, নব গঠিত সার্টিফিকেশন বোর্ড আমাদের দাবীর প্রতিফলন ঘটেনি । এ কমিটিতে কিছু বিতর্কিত ব্যাক্তিকে রাখা হয়েছে। যা আমরা মানি না । তাই পুরো বোর্ডকে পুনরায় ঢেলে সাজাতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *