এজাজ চৌধুরী মঠবাড়িয়া প্রতিনিধিঃ
বহুল প্রচারিত দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক-মিয়াজী সেলিম আহমেদ-কে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)র উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ সাদিক প্রিন্স কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার ) সকালে স্থানীয় মঠবাড়িয়া পৌরসভার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম আজাদী এর সভাপতিত্বে ও দৈনিক আমাদের কন্ঠ’র মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি এজাজ উদ্দিন চৌধুরী এর সঞ্চলনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার (দৈনিক আজকের পত্রিকা),মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট (দৈনিক যায়যায়দিন),সহ-সভাপতি নাসির উদ্দিন (দৈনিক বর্তমান কথা),মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল আকন(দৈনিক রূপালী বাংলাদেশ), সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাকিল আহমেদ (দৈনিক মানব কন্ঠ)।
এসময় আরও উপস্থিত ছিলেন,মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন (দৈনিক আমার সংবাদ) রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান (দৈনিক আমাদের মাতৃভূমি),আফজাল হোসেন (৭১ টিভি),মোস্তাফিজুর রহমান ফিরোজ (বাংলা ৫২ নিউজ) মাসুদ রানা (দৈনিক জবাবদিহি), রুম্মান হাওলাদার(দৈনিক ভোরের ডাক),মাসুম ফরাজি(দৈনিক বর্তমান সময়), মিজানুর রহমান হানিফ (দৈনিক আমাদের কন্ঠ), রেজাউল ইসলাম (দৈনিক ভোরের দর্পন),তানভির আহমেদ (দৈনিক গণকন্ঠ) বাদল হোসেন( দৈনিক দেশগ্রাম),আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য- ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায়ায় ও তার মদদে (ডেসকো) তে উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। ফরিদপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজেই তার রাজনীতির হাতে খড়ি। পড়াশুনার পাশাপাশি তিনি উক্ত কলেজর জিএস নির্বাচিত হন। পরবর্তী সময়ে ডিপ্লোমা শেষ করে চাকুরীর জন্য ঢাকায় আসেন। যোগদানের পরই তিনি রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘর্দিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদদে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হন। ডেসকো নেতা হওয়ার সুবাদে নিজের স্ত্রী নামে “লাবনী এন্টারপ্রাইজ” প্রতিষ্ঠান গড়ে তোলেন। ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভুক্তভোগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতেন। এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না। তিনি বিভিন্ন ভাবে গ্রাহককে তাদের লিফ্ট, জেনারেটর, সোলার, সাব-স্টেশন ইত্যাদির কাজ তার স্ত্রীর প্রতিষ্ঠানে “লাবনী এন্টারপ্রাইজ” এ দিতে বাধ্য করতেন । গ্রাহকরা তার কথামতো কাজ না করলে তাদের আবেদন গ্রহণ করতেন না এবং কাজও দিতেন না। এইভাবে ডেসকোতে তিনি অনৈতিকভাবে প্রচুর টাকা ইনকাম করেছেন। তার রয়েছে ফলসিয়া গ্রামে থ্রিপ্লেক্স বাড়ি, যা “কিং প্যালেস” নামে পরিচিত। বসুন্ধরাতে রয়েছে ১৭৬০ স্কয়ার ফিট সম্মলিত বিশাল বিলাস বহুল ফ্লাট, এন ব্লকে স্ত্রীর নামে ৫কাঠা জায়গায় ১০ তলা বাড়ি ,দামী গাড়িসহ নাম- বেনামে অঢেল সম্পদ। এসব অনিয়ম ও দুর্ণীতির সংবাদ প্রকাশিত হওয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে নির্বাহী সম্পাদক-কে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেন। বক্তারা এ ফ্যাসিস্ট অনুসারীদের দোসর প্রিন্সকে চাকুরীচ্যুত করে দ্রুত গ্রেফতারের দাবী জানান।