নবাবগঞ্জে বিশেষ অভিযানে পাঁচ ইটভাটা বন্ধ, ৫৪ লাখ টাকা জরিমানা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার নবাবগঞ্জে অভিযানে চালিয়ে অবৈধভাবে চলা ৫টি ইটভাটা বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ইটভাটাগুলোকে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর উপজেলার কলাকোপা ইউনিয়নের সাপখালি এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল-ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বায়ুদুষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাপখালীর বিবিসি ব্রিকসকে ২০ লাখ, এনবিআই ব্রিকসকে ২০ লাখ, গোল্ড ব্রিকসকে ৫ লাখ, জনতা ব্রিকসকে ৫ লাখ, এবং জয়পাড়া ব্রিকসকে  ৪ লাখ টাকা জরিমানা করা হয়৷ পাশাপাশি ঐ ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান। এসময় ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এসএম মনজুর-উল-আলম উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন পুলিশ, র‌্যাব-১১, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল-ইসলাম বলেন, বায়ুদুষণকারী অবৈধ ইটভাটা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement