নরসিংদীতে তিতাস গ্যাস কোম্পানির কর্মচারীদের কর্মবিরতি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নরসিংদী প্রতিনিধি :

জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌক্তিক দাবীতে অবস্থান কর্মসূচীতে পুলিশী হামলা-মারধরের প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে নরসিংদী গ্যাস ফিল্ডে কর্মরত আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। আজ রবিবার সকাল থেকে নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেকে নরসিংদী গ্যাস ফিল্ডের সামনে এই কর্মসূচী পালন করে তারা। এসময় বন্ধ রাখা হয় ফিল্ডের অভ্যন্তরীণ সকল কার্যক্রম।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ঠিকাদারের অধীনে থেকে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কাজ করে আসছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। অল্প বেতনে সারাদেশের গ্যাস ফিল্ড ও তিতাসের অধীনে কর্মরত শ্রমিকরা মানবেতর জীবন যাপন করে আসছেন। এমতাবস্থায় চাকুরী জাতীয়করণসহ স্থায়ী করার যৌক্তিক দাবী নিয়ে আন্দোলন করে আসছেন। এই দাবীকে উপেক্ষা করে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মচারী নেতাদের উপর হামলা চালায় পুলিশ। তাই বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি: এ নিযুক্ত শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দাবী বাস্তবায়নের আগ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান তারা।

এসময় বক্তব্য রাখেন, নরসিংদী গ্যাস ফিল্ড আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement