নরসিংদীতে বিক্রির সময় টিসিবির ৩০ বস্তা চাল জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

আকরাম হোসেন ,নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী বাজারে টিসিবির চাল বিক্রিকালে ৩০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার রাতে নরসিংদীর বড় বাজার থেকে চালসহ বস্তাগুলো জব্দ করা হয়। জানা গেছে দীর্ঘ দিন যাবৎ আলিদা এন্টারপ্রাইজ এর মালিক টিসিবির ডিলার সাদ্দাম হোসেন ওরফে হৃদয় নরসিংদী বাজারে অবৈধভাবে টিসিবির চাল বিক্রি করে আসছিল। তিনি নরসিংদী পৌরসভার ৪নং ওয়ার্ডে টিসিবির ডিলারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

গত রবিবার রাতে থ্রি হুইলারে করে হৃদয় নরসিংদী বড় বাজারে চাল বিক্রি করতে গেলে জনতার হাতে ধরে পড়ে। এসময় হৃদয় সু-কৌশলে জনতার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে এবং জানতে পারে চালগুলো টিসিবির ডিলার সাদ্দাম হোসেন হৃদয়ের।

বিষয়টি নিয়ে নরসিংদী উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন এর সাথে আলাপ করলে তিনি বলেন, টিসিবি’র চাল বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাজারে গিয়ে থ্রি হুইলার থেকে চালগুলো জব্দ করেছি। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *