মো: আকরাম হোসেন,নরসিংদী
নরসিংদী প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, বাসস নরসিংদী জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোঃ আবু তাহের দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষে চলে গেলেন অনন্ত পথের যাত্রী হয়ে। শনিবার (১৯ এপ্রিল) ভোর চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে মহরমের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনী ও অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর চিনিশপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে গাবতলি কবরস্থানে দাফন করা হয়।
তিনি, দীর্ঘদিন যাবত জাতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে গেছেন। পাশাপাশি ইংরেজি জাতীয় দৈনিক দ্যা নিউজ টুডে পত্রিকার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়া নরসিংদী প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য এবং দুই বার আহবায়কের দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহাবয়ক সাবেক এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সভাপতি আব্দুর রহমান ভূইয়া, সাবেক সভাপতি মোস্তফা কামাল সরকার, সাবেক সভাপতি মাখন দাস, সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান, পিপি আব্দুল বাছেদ, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন প্রমুখ।