নাচোলে ইউপি সদস্যের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য(মেম্বার) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে  রাজবাড়ি কলেজপাড়ার সাহাবুদ্ধীনের স্ত্রী মাজেদা বেগম তার নামীয় দলিলের সম্পত্তি দীর্ঘ ১০ বছর যাবত অবৈধভাবে দখল করার অভিযোগ করেছেন।

 

জেলা প্রশাসক, পুলিশ সুপার, নাচোল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও নাচোল থানায় অভিযোগ দায়ের করে প্রতিকারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন মাজেদা বেগম। মাজেদা বেগমের অভিযোগপত্র থেকে জানাগেছে, নাচোল উপজেলার মহাম্মদপুর মৌজার হাল ২৩৬নং খতিয়ানভূক্ত হাল ২৫৬ দাগে ২.৩৭(একর), ৬০৮ দাগে ২.০৭(একর) ও ৬৩৪ দাগে ০.৭৪(একর) মোট ৫.১৮(একর) জমি মাজেদা খাতুনের মা আতাজান তার নিজ নামীয় জমি গত ৩১/১২/১৯৬৮ ইং তারিখে ৩১৭৯৯ নং দানপত্র দলিলমূলে লিখে দেন। দলিল মুলে প্রাপ্ত জমি মাজেদা বেগমের স্বামী সাহাবুদ্দীন ভোগদখলে রেখে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু বিগত আওয়ামীলগ সরকারের আমলে রাজবাড়ি দিঘিপাড়া গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম মেম্বার, একই গ্রামের মৃত তোফাজুলের ছেলে জালাল উদ্দীন, মৃত নজর আলীর ছেলে আকশেদ, নজরুল ইসলামের ছেলে কিটো, রাজবাড়ি কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা ও জেম এবং নাচোল পৌর এলাকার পন্ডিতপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন জাহাঙ্গীর মেম্বারের হুকুমে মাজেদা বেগমের নামীয় ৫.১৮(একর)সম্পত্তির মধ্যে প্রায় ২.৫৪(একর) জমি সরকারী অর্পিত সম্পত্তি দেখিয়ে রাতারাতি দখল করে নেয়। ভুক্তভুগি মাজেদা বেগম দীর্ঘ ১৫ বছর ভূমিদস্যু জাহাঙ্গীর মেম্বারের মিথ্যা মামলা সামাল দিতে ও জমি ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না।

 

মাজেদা বেগম আরও জানান, তার দলিলের সম্পত্তি ফিরে পেতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও নাচোল থানায় যতবারই অভিযোগ করেছেন, অবৈধ দখলকারীরা ততবারই তাদের দখলের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি। মাজেদা বেগম আক্ষেপ করে বলেন অবৈধ দখলকারীদেও বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ জেলা জজ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরও প্রশাসন এখন পর্যন্ত নাচোল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য(মেম্বার) ভূমিদস্যু জাহাঙ্গীর আলম ও তার বাহিনীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করছেন না।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, আবেদনটি এসি ল্যান্ডের নিকট পাঠানো হয়েছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে নাচোল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য(মেম্বার) জাহাঙ্গীর আলম জানান, তিনি ওই জমি চাষাবাদ করেন না। রাজবাড়ি এলাকার ২/৩জন মুক্তিযোদ্ধাসহ কয়েকজন সরকারের অর্পিত সম্পত্তি একসনা লীজ নিয়ে চাষাবাদ করছে।

 

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement