নারায়ণগঞ্জে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদেরে চাকরিতে পুনর্বহালের দাবিতে নারায়ণগঞ্জে  মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন । মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও ৭ দফা দাবি পেশ করে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বিগত ১৬ বছর ধরে নিরীহ দারিদ্র পরিবারের বিডিআর সদস্যদের তার আজ্ঞাবহ আদালতে কাউকে জামিন দেয়নি। আর যারা বিডিআর আইনে জেলখেটে বাহির হয়েছে তারা ও মানবেতর জীবন যাপন করছে। ১৮ হাজার ৫শত ২০জন এর বেশি বিডিআর সদস্যদের চাকুরী থেকে বহিস্কার ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সত্য উদঘাটন করে প্রকৃত আসামী ও পরিকল্পনাকারীদের অত্র মামলায় আসামী করা এবং সঠিক বিচার করা হোক।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক জানান, তারা এসেছিল। একটি স্মারকলিপি দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিডিআর কল্ল্যাণ পরিষদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মো: শহিদুল ইসলাম,ল্যান্স নায়ক সহকারি মো: শামীম, অফিস সহকারি রনি আহম্মেদ, সৈনিক আল-আমিন, সাইদুর রহমান, কাজী সৌরভ,মো: মিনাল মিয়াসহ আরো প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *