পাইকগাছা কৃষি কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউশ‌নে রূপান্তর করা হবে : ভি‌সি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ

পাইকগাছা কৃষি কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত পাইকগাছা কৃষি কলেজের প্রশাসনিক সংযুক্তি ও একাডেমিক অধিভুক্তি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্তের আলাকে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কলেজটি সরেজমিনে পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দল।

পরিদর্শনকালে উপাচার্যকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী নির্মাণকাজের সার্বিক অগ্রগতি অবহিত করেন। এ সময় উপাচার্য কলেজটির নির্মাণাধীন একাডেমিক ও প্রশাসনিক ভবন, হোস্টেল, কোয়ার্টার ঘুরে দেখেন এবং গুণগতমান ঠিক রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, পাইকগাছা কৃষি কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউশনে রূপান্তর করা হবে। এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ডিসিপ্লিনগুলোর বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগানো হবে। এছাড়া এগ্রিকালচারাল, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স ইত্যাদি বিষয়ে একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং ম্যানগ্রোভ ফরেস্ট্রি ও টেকসই বন ব্যবস্থাপনা, সামুদ্রিক উপকূলে মাৎস্য ও সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনায় ফিল্ড ল্যাবরেটরি হিসাবে ব্যবহৃত হবে।

তিনি বলেন, দেশে প্রতি বছর ১৫ হাজার শিক্ষার্থী কৃষি ডিপ্লোমা সম্পন্ন করেন। তাদের জন্য সরকারিভাবে বিএসসি কোর্স এবং অন্যান্য সার্টিফিকেট কোর্স চালুর মাধ্যমে এটিকে বহুমুখী শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে সংশ্লিষ্ট প্রকৌশলীরা এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করলে, আগামী জুলাই মাস থেকেই এটিকে চালু করার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে উপাচার্যের সাথে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মো. রায়হান আলী, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. শামীম আহসান, অভ্যন্তরীণ প্রকল্প বাস্তবায়ন কমিটির (আইপিআইসি) সভাপতি প্রফেসর ড. মো. খসরুল আলম, সদস্য-সচিব প্রফেসর শরিফ মোহাম্মদ খান, নির্মাণকাজ তদারকি কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. আশিক উর রহমান, পাইকগাছা কৃষি কলেজের আসবাবপত্রের চাহিদা নিরূপনের লক্ষ্যে গঠিত কমিটির সদস্য প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ, প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী, সদস্য-সচিব পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম, প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আবুল বাশার, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী সেখ মো. সাইফুল আলম বাদশা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।

পরে উপস্থিত এলাকাবাসী উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো পাইকগাছা কৃষি কলেজকে ছাত্ররাজনীতিমুক্ত রাখতে এবং সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয়দের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। উপস্থিতি এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের ধারা অব্যাহত রাখতে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ন্যায় এটিকেও ছাত্ররাজনীতিমুক্ত রাখার অঙ্গীকার করেন এবং নির্বিঘ্নে এটি পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রসঙ্গত, পাইকগাছা উপজেলার শিববাটী ব্রিজ ও আলমতলার মধ্যবর্তী স্থানে ২৫ একর সম্পত্তির ওপর নির্মিত হচ্ছে পাইকগাছা কৃষি কলেজ। বর্তমানে এ প্রকল্পের অগ্রগতি ৭৭%। কলেজটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা চাওয়া হয়। পাইকগাছা কৃষি কলেজের ডিপিপি অপরিবর্তিত রেখে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত প্রস্তাবনার আলোকে গত ২২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। সেই সভায় পাইকগাছা কৃষি কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি করা হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement