পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বোরো হাইব্রিড ধান আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো হাইব্রিড ধান বিতরণ করা হয়েছে। মৌসুমে বোরো হাইব্রিড ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের আওতায় পাইকগাছায় বিনামূল্যে বোরো হাইব্রিড ধান বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বীজ ব্যবহাররের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বোরো হাইব্রিড ধান বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ তুহিন, দেবদাস রায়, মোঃ একরামুল হক, ইয়ামিন আলী, আফজাল হুসাইন, জাহান্নাতুল ফেরদৌস, আকরাম হোসেনসহ উপকার ভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ।
উপজেলার ২ হাজার ৭ শত কৃষককে জনপ্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, এবছর অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ধানের উৎপাদন বাড়াতে সরকার কৃষি প্রণোদনার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় ধানের আবাদ বাড়াতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ দিয়ে সহযোগিতা করছে। আশা করছি, উপকারভোগী কৃষকেরা বীজের যথার্থ ব্যবহার করবেন কৃষিখাতে অগ্রণী ভূমিকা রাখবেন।