পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ

খুলনার পাইকগাছায় অভিযান চালিয়ে বাড়িতে মজুদ করে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।গতকাল রবিবার সন্ধায় পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটি গ্রামের সাধু পাড়ায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল আছে। গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মাহেরা নাজনীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

খুলনার পাইকগাছায় অভিযান চালিয়ে বাড়িতে মজুদ করে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।রবিবার সন্ধায় পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটি গ্রামের সাধু পাড়ায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল আছে। গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মাহেরা নাজনীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এসময় মেলেকপুরাইকাটি গ্রামের মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ি থেকে ৩১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া একই গ্রামের রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়িতে অভিযান চালিয়ে ৪২ কেজি নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে তাকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এসময় জব্দকৃত ৩১৪ কেজি পলিথিন ব্যাগ এবং ৪২ কেজি কারেন্ট জাল কপোতাক্ষ নদের পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উক্ত ব্যাবসায়ীরা মুচলেকা প্রদান করেন দ্বিতীয় কোন দিন এই ব্যাবসা করবে না মর্মে।পলিথিন ব্যাগের বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা এবং কারেন্ট জালের বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পুলিশ উপপরিদর্শক  বাবলা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পুলিশ কনস্টেবল ঝন্টু দাশ, মোঃ লোকমান হোসেন, আনসার সদস্য প্রজয় কুমার দাশ এবং পেশকার ইবরাহীম উপস্থিত ছিলেন।

উপস্থিত গ্রামবাসীর সামনে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,জব্দকৃত অবৈধ মালামাল আগুনে বিনষ্ট এবং ২ জন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদানসহ মুচলেকা গ্রহণ করে আইনের আওতায় আনা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এগুলো ক্রয় বিক্রয় ও মজুদ দণ্ডনীয় অপরাধ।আগামীতেও উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *