মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পহেলা বৈশাখে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কপিলমুনি বাজারে দক্ষিণে অবস্থিত প্রগতি পোল্ট্রি ফিডের মালিক সুশান্ত কুমার রায় জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সারাদিনের বেচা বিক্রি শেষে নগদ ২ লাখ ৭০ হাজার ৫০০ শত টাকা নিয়ে রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে কিছু দুর যাওয়ার পর পথিমধ্যে আফজালের বাড়ির সামনে পৌঁছালে গলির মধ্যে থেকে মুখ বাধা দুই যুবক হঠাৎ সামনে এসে পথরোধ করে কাছে থাকা ব্যাগ দিতে বলে। এসময় ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে হাতে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। ঐ রাতেই কপিলমুনি পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সুশান্ত কুমার রায় আরো বলেন, আশে পাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরা সম্ভব হবে। তিনি আরো বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে।
পাইকগাছা থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।