পাইকগাছায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছ :

পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে ওই শিক্ষকের শাস্তির দাবিতে জেলা শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত দিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ৩৮ নং মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম তারেক আজিজ (শুভ)।

অভিযোগে জানা যায়, গত ২ ডিসেম্বর সোমবার পঞ্চম শ্রেণি স্কুল পড়ুয়া শিক্ষার্থী তার বান্ধবীকে সাথে নিয়ে স্কুলে আসে এবং কলম কেনার জন্য নিকটবর্তী বাজারে উদ্দেশ্য রওনা দিলে সহকারী শিক্ষক জি.এম তারেক আজিজ (শুভ) সুকৌশলে দু’শিক্ষার্থীকে ডেকে তার ফাঁকা নিজ বাড়ীতে নিয়ে যায়। একজনকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দরজা আটকে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শীলতাহানি করে। সে সময় নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করলে লম্পট শিক্ষক তার মুখ চেপে ধরে। এদিকে বান্ধনী শুনতে পেয়ে বাইরে থেকে চিৎকার করে উঠলে তাকে ছেড়ে দেয় এবং বাড়ীতে চলে এসে তাদের অভিভাবকে জানায়। পরবর্তীতে  গত ১২ ডিসেম্বর   তারিখে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সহকারী শিক্ষক তারেক আজিজ (শুভ) ‘র কাছে জানতে চাইলে তিনি এবিষয়ে কথা বলতে নারাজ।

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement