পিরোজপুর বশেমুরবিপ্রবি নতুন ভিসি ড. মোঃ শহিদুল ইসলাম

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

 

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অনুমোদনে আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ৩১তম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন ২০২২-এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভাইস চ্যান্সেলর পদ হতে অব্যাহতি প্রদান পূর্বক মূলপদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।

 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

 

উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম গণিত বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির গুটিনজেন বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement