স্টাফ রিপোর্টারঃ
গুম, খুন, নির্যাতন, ক্ষমতার অপব্যাবহার দূর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যদের ভূমি দখল, সরকারি সম্পত্তিতে ইটভাটা স্থাপন, ঠিকাদারী সিন্ডিকেটসহ নানা অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহরের টাউন ক্লাবের সড়কে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগণের ব্যানারে দেড় ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে কর্মসূচি পালিত হয়।
এ মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার গণহত্যার সহযোগী, পলাতক সাবেক আইজিপি বেনজীরের নিকটতম আত্মীয় ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন। তিনি গুম, খুন, অত্যাচার, ভোট চুরি, ক্ষমতার অপব্যাবহার ও দূর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ পাহাড় গড়ে তুলেছেন। মারুফ হোনের পরিবারের সদস্যরা ভূমি দখল, জনমানবের ক্ষতিসাধন করে সরকারি সম্পত্তিতে একাধিক ইটভাটা স্থাপন, ঠিকাদারী সিন্ডিকেটের মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়া, সদর থানার সাবেক ওসি আবিরের মাধ্যমে বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষকে নির্যাতন এবং হয়রানী করেছেন। ক্ষমতার দাপট খাটিয়ে বিভিন্ন পদে নিয়োগ, বদলির জন্য ঘুষ বাণিজ্য এবং প্রতারণার মাধ্যমে তারাও বহু মানুষের কাজ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে ভিযোগ করেন বক্তারা। তারা বলেন, এই মারুফ হোসেনের ভাইয়েরা বিগত সকল পর্যায়ে নির্বাচনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পক্ষ হয়ে ভোট ডাকাতিতে সরাসরি অংশ গ্রহণ করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হয়রানি-নির্যাতনের শিকার জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রনি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম আকন রেজা, মো. হাফিজ, মো. রুস্তুম, ইসমাইল ও মো. রফিকুল।