খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরের কলাখালীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৪নং কলাখালী ইউনিয়ন শাখার আয়োজনে কলাখালী চৌরাস্তা বালির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী কৃষক দল কলাখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে, কলাখালী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক লায়ন আখতার হোসেন সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান, বরিশাল জেলা জাসাস এর সভাপতি মীর তুহিন, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান জেলা কৃষক দলের সহ-সভাপতি সোহেল মাহমুদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চাঁন সরদার সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান রঞ্জু, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাবো। আগামী জাতীয় নির্বাচনে কৃষক সমাজ খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, মাঠে আছে কৃষক দল।