পিরোজপুরে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় নিশ্চিতকরন সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের জন্য প্রধান কর্মকর্তাগণ এবং টাস্কফোর্স কমিটির সদস্যদের সাথে বৈঠকের মাধ্যমে জেলা, উপজেলা এবং পৌরসভার মধ্যকার সমন্বয় নিশ্চিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান।

পিরোজপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরিদা ইয়াসমিন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, সাবেক পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম বাতেন, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার মোঃ নাইমুল ইসলাম নাইম, পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্না।

সভায় বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে। সকল প্রতিষ্ঠানকে আইন অনুসারে ধূমপানমুক্ত করার ব্যবস্থা নিশ্চিতকরণ এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার করার কথা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *