পিরোজপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন ও আলোচনা

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

 

পিরোজপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে পিরোজপুর শংকরপাশা ইউনিয়ন গোলাম হায়দার মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক চলার প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

পিরোজপুর শংকরপাশা ইউনিয়ন গোলাম  হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: মাকুল খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার,পিরোজপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মেহেদী হাসান,পিরোজপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মুহাম্মাদুল্লাহ, টিটিসি ইক্সট্রাক্টর মো মাসুদ রানা সহ প্রমূখ।

 

এ সময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। ফুটপাত দিয়ে চলাচল করুন। যেখানে ফুটপাত নেই, সেখানে রাস্তার ডান পাশ দিয়ে সাবধানে চলাচল করুন। রক্ষিত/অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ডানে-বামে দেখে সাবধানে পার হোন। দৌড়ে রাস্তা পার হবেন না, রাস্তা পারাপারের সময় ইয়ারফোন/মোবাইল ফোন ব্যবহার করবেন না। এছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *