পিরোজপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে পিরোজপুরে কর্মরত সকল সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন মো: নেওয়ার হোসেন রাজা, মো: সাইফুল ইসলাম, মো: মিজানুর রহমান বাদল, মো: সাইদুর রহমান, মো: ইব্রাহীম হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সকল সার্ভেয়াররা।

বক্তারা বলেন, সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা অনির্দৃষ্ট কালের জন্য কর্মবিরতিতে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *