ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর শর্শদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেহের আলী বাড়ির ইজিবাইক চালক আবুল হাসেমের ছেলে প্রবাসী আরিফকে হত্যা চেষ্টা ও তাদের বসত ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত ১৮ জানুয়ারি রাতে স্থানীয় মাদক বিক্রেতা আবুল খায়েরের নেতৃত্বে স্থানীয় বখাটে রাসেল, কাশেম নাহিদসহ ২০ জন তাদের বাড়িতে হামলা চালায়। এসময় প্রবাসী আরিফ বাধা দিতে গেলে তাকে ছুরিকাহত করে। এবং প্রবাসী আরিফের ২ (দুই) বছরের শিশুর গলায় ছুরিধরে তাদের জিম্মি করে ঘরের আলমারির চাবি নিয়ে যায়।
চাবি নিয়ে আলমারি খুলে নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যায়। এই ঘটনায় ১৩ জনকে আসামি করে গত ২১ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট ফেনী সদর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন প্রবাসী আরিফের পিতা আবুল হোসেন।
এ বিষয়ে অভিযুক্ত আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আবুল হোসেন।