ফেনীর ভারত সীমান্তে গত সপ্তাহব্যাপী অভিযানে কোটি টাকার ভারতীয় মাদক, বিভিন্ন চোরাচালান পণ্য এবং গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ফেনী ব্যাটালিয়ন এর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত এক সপ্তাহ (১৩-১৯ এপ্রিল) জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম, দেবপুর, যশপুর, চম্পকনগর, খেজুরিয়া, তারাকুচা বিওপি এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় হুইস্কি, গাঁজা, শাড়ি, কসমেটিকস, বিস্কুট, চকলেট, চশমা, আতশবাজি এবং গরু জব্দ করা হয়।
এসব পণ্যের আনুমানিক মূল্য ৯৪ লাখ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।