ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ২ লাখ ৮ হাজার টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধভাবে দেশে আনা জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রীপিস, লেহেঙ্গা, গ্যাসলাইট, ট্রেনিং প্যাড, ডগ ফ্রুড, প্রসাধনী এবং ভারতীয় অরিস সিগারেট জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৮ হাজার টাকা।
অভিযান প্রসঙ্গে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।