ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীতে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়।
বুধবার ১২ ফেব্রুয়ারী সকালে ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ফেনীস্থ ৪ বিজিবি সদস্যরা মালামাল গুলো আটক করে।
ফেনীস্থ ৪ বিজিবির মিডিয়া সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিজিবি রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। বুধবার ভোর রাতে ফুলগাজী উপজেলার চম্পকনগর , তারাকুচা ও ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সীমান্তে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের টহল দেখে কাপড়ের গাইট পেলে রেখে পালিয়ে যায়। উক্ত অভিযানে ভারতীয় শাড়ি, থ্রীপিস, লেহেঙ্গা, টি শার্ট, কটি ড্রেস, প্রসাধনী এবং বাইসাইকেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৩ লাখ ৬৯ হাজার ৬শ টাকা জব্দকৃত মালামাল ফেনীস্থ কাস্টমস্ কার্যালয়ে জমা দেওয়ার হয়েছে।
ফেনীস্থ ৪ বিজিবি পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ফেনীর ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।