বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট কেজি একশ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা এলাকার নির্মল সিকদারের ছেলে রিপন সিকদার (২৮)।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ওসি) ইকরাম হোসেনের নেতৃত্বে একটি টিম সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা এলাকায় মাদক বিক্রির সময় নিজঘরে অভিযান পরিচালনা করে। এসময় এক মাদক কারবারি টের পেয়ে পালিয়ে গেলেও খাটের নিচে থেকে ৮ কেজি ১০০ গ্রাম মাদক উদ্ধার করে রিপন সিকদারকে আটক করেন। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আট কেজি কেজি একশ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এই বিষয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।