বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম সাতলা এলাকায় অভিযানে চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে উপজেলার পশ্চিম সাতলা গ্রামে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করেন। সেখানে তিনি সর্বরোগের চিকিৎসা দিয়ে এবং সার্জারির মাধ্যমে গ্রামের সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সালাম জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।